বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ - ১২:২২
মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রাইসি

হাওজা / ইরানের প্রয়াত রাষ্ট্রপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রাইসির শাহাদাত স্বরণে কবিতা লিখেছেন কবি মুক্তার হোসেন শাহ।

কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

শহীদ কভু মরে না

থাকে হৃদয়ের মাঝে

রাইসি ও রাইস হয়ে রবে

প্রতি মোমিনের হৃদয় মাঝে।

দুশমন ভাবিছে বোধয়

বিপদ গেছে কেটে।

বোঝেনি অবোধ

সূর্য আবার উঠিবে প্রভাতে।

পিপীলিকার ডানা গজালে

অগ্নীতেই হবে শেষ ।

বিলীন হবে আমরিকা,ইসরাইল

নিশ্চিত ,কুফরীর দেশ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha